মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
শনিবার, ৪ জুন, ২০১৬
বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
কবিতা
তোমার নেশা ভরা আঁখি ======================= তোমার নেশা নেশা মায়াবী হরিণ হরিণ কাজল কালো হৃদয় চুম্বী ঐ দুটি আঁখি, দেখে দেখে আমার ভিতরে এতো প্রেম জাগেযে বলো তা কোথায় আমি রাখি।
কবিতা
ভালোবাসা ভেঙ্গে দিওনা মন সযতনে রেখো নির্ভেজাল অভগ্ন, আমাকে ছাড়া এই পৃথিবীতে অন্য কারো সম্মুখে কখনো তোমার দেহ করোনা নগ্ন । তোমার সবকিছুই আমার শুধুই আমার একান্তই আমার তাহা যে চিরন্তন অবিতথ, তেমনই আমার এই দেহ মন প্রাণ সবকিছুই শুধু তোমারই জন্য থাকবে যথা যত । তোমার আর আমার মাঝে কখনো কোনোদিনই রেখোনা তিল পরিমানও ব্যাবধান, দু’জনার পুণ্য প্রেম প্রীতি ও ভালোবাসা যেন থাকে দু’জনার মাঝে সর্বদা বিদ্যমান । একমাত্র তোমাতেই প্রতিনিয়ত অধীর আগ্রহে মনোনিবেশ করতে আমি হবো প্রবিষ্ট, তোমাকেই খুঁজি, তোমাকেই পুঁজি তোমাতেই আমি নিমগ্ন, তুমিইতো আমার অভীষ্ট । ====================
বুধবার, ১ জুন, ২০১৬
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)