তুমি সেই কবিতা ! যা প্রতি দিন
ভাবি.... লিখতে পারিনা॥ তুমি
সেই ছবি! যা কল্পনা করি....
আঁকতে পারি না॥ তুমি সেই
ভালবাসা! যা প্রতিদিন চাই....
কিন্তূ তা কখনো-ই পাই না॥"
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
কবিতা
কবিতা
আমি দুপুরকে খুঁজলাম সারাদিন---
রৌদ্র-ঝলমল উচ্ছল বসন্তভরা
তুখোর যৌবন যার-
সেই দুপুর..
কোথাও পেলাম না তাকে।
সারাদিন খুঁজতে খুঁজতে
ফিরে গেলাম বিকেলের কাছে-
এবং
দেখলাম-
ক্লান্ত দুচোখে তার রোদেলা
দুপুর নয়-
সূর্যাস্তের খবর আর জোনাকীর
গান.....
কবিতা
তোমাকে ভালোবেসে জেনেছি
অনেককিছু
জেনেছি কীভাবে বিষের
পেয়ালা হয়ে ওঠে অমৃতভাণ্ড
কীভাবে তাচ্ছিল্য হয়ে ওঠে
অসীমের প্রেরণা
বোবা বেদনা হয়ে ওঠে অমরত্বের
প্রতিদ্বন্দ্বি
জেনেছি কীভাব হেঁটে যেতে হয়
পরাণের কথা উড়িয়ে বাতাসে
গভীর নির্জন পথে।
কবিতা
যে নক্ষত্র - নক্ষত্রের দোষ
আমার প্রেমের পথে বারবার দিয়ে
গেছে বাধা,
আমি তা ভুলিয়া গেছি;
তবু এই ভালোবাসা - ধুলো আর
কাদা!
কবিতা
ভালোবেসে বিলিয়ে দেব
নিজেকে; বাতাসে উড়ে, সাগরে
ভেসে, তোমার হাত ধরে পৌঁছে
যাব...
কবিতা
পৃথিবীতে এমন কিছু,
মানুষ আছে...
যাদের কে নিজের,
কলিজা ছিরে রান্না করে...
খাওয়ালেও বলবে ?
লবন কম হয়েছে...!!!
হয়রে দুনিয়া...এই তার মানুষ.!
কবিতা
প্রকৃত প্রেম সেটাই,
যেখানে প্রেম আর বেস্টফ্রেন্ড,
এক জনই...,,,
কবিতা
প্রয়োজন ছাড়া কেউ,
কাছে আসে না...
বন্ধু বলো আর বান্ধব বলো,
স্বার্থ ছাড়া কেউই...
ভালবাসে না...!!!
কবিতা
ঘুম ভাংলে পালিয়ে যায়,
স্বপ্ন,,
আর,স্বার্থ ফোড়ালে পালিয়ে
যায়
মানুষ,,