মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

কবিতা

আমি দুপুরকে খুঁজলাম সারাদিন---
রৌদ্র-ঝলমল উচ্ছল বসন্তভরা
তুখোর যৌবন যার-
সেই দুপুর..
কোথাও পেলাম না তাকে।
সারাদিন খুঁজতে খুঁজতে
ফিরে গেলাম বিকেলের কাছে-
এবং
দেখলাম-
ক্লান্ত দুচোখে তার রোদেলা
দুপুর নয়-
সূর্যাস্তের খবর আর জোনাকীর
গান.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন