মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

কবিতা


তোমাকে ভালোবেসে জেনেছি
অনেককিছু
জেনেছি কীভাবে বিষের
পেয়ালা হয়ে ওঠে অমৃতভাণ্ড
কীভাবে তাচ্ছিল্য হয়ে ওঠে
অসীমের প্রেরণা
বোবা বেদনা হয়ে ওঠে অমরত্বের
প্রতিদ্বন্দ্বি
জেনেছি কীভাব হেঁটে যেতে হয়
পরাণের কথা উড়িয়ে বাতাসে
গভীর নির্জন পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন